দেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলার ঘটনা নেই: প্রিন্স
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলার ঘটনা নেই। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রিন্স বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ বিপ্লবের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। অথচ বাস্তবে এদেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলা বা নির্যাতনের ঘটনা নেই। তাই ২৫ ডিসেম্বর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে।
তিনি বলেন, রাষ্ট্র সব ধর্মের মানুষকে সমান চোখে দেখবে। এতে কেউ সংখ্যালঘু বা দুর্বল নেই। বিএনপি জাতি-ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। আগামী দিনেও দেশের সব ধর্মের মানুষের প্রতি বিএনপির এ সম্প্রীতি বজায়ে থাকবে।
এসময় ধোবাউড়া ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক, জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানি সুমন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুস শহীদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, আদিবাসী নেতা লিলিয়ান পাঠানসহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস