ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু, ছেলে হাসপাতালে

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পারভীন বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন। এসময় তার ছেলে মোটরসাইকেলচালক আদনান সরকার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারভীন বেগম নীলফামারীর সৈয়দপুর শহরের বাশঁবাড়ী গ্রামের বাসিন্দা। আদনান সরকারকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাকে নিয়ে আদনান মোটরসাইকেলে সৈয়দপুর থেকে বিরামপুরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পারভীন বেগম পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আদনানকে হাসপাতালে পাঠায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, সড়ক দুর্ঘটনায় পারভীন বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম