ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না ফেরার দেশে সাংবাদিক আবু সাঈদ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

নওগাঁর বদলগাছী উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক আবু সাঈদ (৫২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বদলগাছী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জার গিফারি জানান, বিকেল ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ সদর হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে উপজেলা প্রেসক্লাব, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছে।

আরমান হোসেন রুমন/এএইচ/জিকেএস