ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনের একজনকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

মুন্সিগঞ্জে ইব্রাহিম হোসেন রিফাত (২৪) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এসময় তার ডান হাতের রগ কেটে যায়।

এ ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর থানায় লিখিত অভিযোগ করছেন আহত রিফাত।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে তাকে মুন্সি জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রিফাত মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার নয়ন হোসেনের ছেলে ও মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী।

আহত রিফাত জানান, রাত ১০টার দিকে মোল্লারচর এলাকা থেকে তিনি উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাটের দিকে আসছিলেন। ফরাজীবাড়ি ঘাটের কাঠের পুলের কাছে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় তার বাড়ি কোথায় জানতে চাওয়া হয়। রিফাত মোল্লাচর বলার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা করেন তারা। ধারালো ছোরা দিয়ে পেটে আঘাত করার চেষ্টা করলে হাত দিয়ে প্রতিরোধ করেন রিফাত। এতে তার ডান হাতের রগ কেটে যায়। ছুরিকাঘাত করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

রিফাত আরও বলেন, হামলাকারীদের কাছে অস্ত্র ছিল। তারা আমাকে গুলির ভয়ও দেখিয়েছেন। কী কারণে হামলা করা হয়েছে আমি নিশ্চিত না।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক বলেন, হাতের রগ কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ঢাকায় রেফার করা হয়েছ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে রিফাত লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম