স্বামীর বাড়ি যাওয়ার কয়েক ঘণ্টা পর গৃহবধূর মৃত্যু
ভোলায় স্বামীর বাড়ি আসার কয়েক ঘণ্টা পর মাকসুদা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মাকসুদা চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মো. ইউসুফ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় ৫-৭ বছর আগে চরফ্যাশন উপজেলার চর ফকিরা গ্রামের মো. ইউসূফ আলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী চর আইচা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার। তাদের একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে। ইউসুফ আলী দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তাদের সংসারের অভাব ছিল। মাঝেমধ্যে বাবার বাড়ি থেকে সংসার পরিচালনায় সহযোগিতা করতেন মাকসুদা। এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে মাকসুদা তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যান। এরপর রাতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুর বাড়ির লোকজন।
নিহত মাকসুদার বাবা আব্দুল মাজেদের অভিযোগ, তার মেয়েকে জামাইসহ শ্বশুর বাড়ির লোকজন মারধর করতো। গতকাল বিকেলের দিকে স্বামীর বাড়ি যান মেয়ে। সংসারে অভাব থাকায় মেয়ের সুখের কথা ভেবে গতকালও ৫ হাজার টাকা ও ৫ বস্তা চাল দিয়ে শ্বশুর বাড়ি পাঠান। কিন্তু গভীর রাতে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। তার দাবি মাকসুদা আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম