ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যার ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন ও পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেন তারা। এসময় তারা আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

অবরোধের ফলে প্রায় ঘণ্টাখানেক জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা বলেন, আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে দেড় মাস আগে চিতলিয়া বাজারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শান্তকে। এ ঘটনায় হত্যা মামলা করলেও আসামিদের গ্রেফতারে কোনো তৎপরতা নেই পুলিশের। এতে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে আট আসামিকে গ্রেফতার করতে হবে।

মুন্সিগঞ্জ, যুবদল, অবরোধ, বিক্ষোভমুন্সিগঞ্জে যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নিহত শান্তর স্ত্রী শান্তা ইসলাম বলেন, উনি এত বড় একটি দল করেন। ৪৭ দিন হয়ে গেলো এখনো আসামিরা গ্রেফতার হয়নি। তাহলে সাধারণ মানুষের বিচার কীভাবে হবে? এমন হলে দল কীভাবে করবে মানুষ? যদি সুষ্ঠু বিচার না হয়, তবে যারা শান্তকে ভালোবাসে, এবং আমিসহ বিএনপিকে বয়কট করবো।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব দে বলেন, মামলার তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে ১ নভেম্বর মামলার আসামিদের সঙ্গে স্পিডবোটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আবু ইলিয়াস শান্ত। এরপর রাতে জানানো হয় শান্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মামুন ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আরাফাত রায়হান সাকিব/জেডএইচ/জেআইএম