পটুয়াখালী
বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে বহিরাগতদের ছুরিকাঘাত
পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন।
কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন জানান, কলেজের ক্রীড়া অনুষ্ঠানে বহিরাগত আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ১০-১৫ জন বহিরাগত হামলা চালায়। এসময় তাদের ছুরিকাঘাতে ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন আহত হয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস