ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি নেতার বাড়ির সামনে ঘোরাঘুরি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজনকে (৩৫) আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের পাঠানপাড়ায় বিএনপি নেতা হারুনুর রশিদের বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, “গতরাতে আমার বাড়ির সামনের দেওয়ালে ‘জয় বাংলা’ লিখেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মাদকাসক্তরা। এজন্য পুলিশ তাকে আটক করেছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, শহরের পাঠানপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন মুন্সি নজরুল ইসলাম। এজন্য তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা এখনো নিশ্চিত নই।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস