ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণের সময় বিএনপির নেতা ওপর হামলা

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

 

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফার লিফলেট বিতরণে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক ও তার সমর্থকরা। রোববার বিকেলে রাজশাহীর তানোরে সদর থানা মোড়ে এই ঘটনা ঘটে।

হামলার শিকার সুলতানুল ইসলাম তারেকের বাড়ি পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলায়। তিনি গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য।

ঘটনার সময় সেখানে উপস্থিত বিএনপি কর্মী আব্দুল হামিদ জানান, রোববার রাতে তানোরের বাঁধাইড় ইউনিয়নে একটি ইসলামি জলসায় যোগ দেওয়ার কথা ছিল সুলতানুল ইসলাম তারেকের। এজন্য তিনি কর্মী-সমর্থকদের নিয়ে তানোর যান। বিকেলে উপজেলা সদরের থানার মোড়ে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করছিলেন। এসময় সাবেক মেয়র মিজানের কর্মীরা সেখানে গিয়ে বাধা দেন। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পায়ে আঘাত পান সুলতানুল ইসলাম তারেক ও তার সমর্থকরা।

হামলার পর পথসভায় সুলতানুল ইসলাম তারেক বলেন, আমাদের বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মা ঢুকে গেছে। তাই এই হামলা।

এ বিষয়ে জানতে চাইলে তানোরের সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, আমি ঢাকায় আছি। তানোরে কী হয়েছে, কিছুই জানি না। দেখি খোঁজ নেই।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দলীয় কোনো কর্মসূচি ছিল না। সুলতানুল ইসলাম তারেকের ইসলামি জলসায় যাওয়ার কথা ছিল। যাওয়ার পথে তানোরে এসে তিনি লিফলেট বিতরণ করেন। তখনই বাধার সম্মুখীন হন। তবে এ ব্যাপারে তিনি অভিযোগ করেননি।

কারা বাধা দিয়েছে জানতে চাইলে ওসি বলেন, বিএনপিরই আরেকটা গ্রুপ। কারা সেটা আপনারাই খুঁজে নেন।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম