ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে মিলছে চাল-ডাল-ডিমসহ ১৯ পণ্য

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

টেকনাফের নাফ নদী সংলগ্ন বিজিবি মাঠে বসেছে বাজার। এ বাজারে মিলছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আবার পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে কেনা যাচ্ছে। ১ কেজি প্লাস্টিকের দাম ২০-৩০ টাকা হলেও এই বাজারে প্রায় ৫০-৮০ টাকা দেওয়া হচ্ছে। ফলে ১ কেজি প্লাস্টিক দিয়ে ১ কেজি চাল যেমন পাওয়া যাচ্ছে, তেমনি ৬টি ডিম পাওয়া যাচ্ছে মাত্র ১ কেজি প্লাস্টিকে। এভাবে প্রায় ১৯টি পণ্য নিতে পারছে সাধারণ মানুষ।

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে শুরু হয়েছে এই কার্যক্রম। সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে দূষণরোধে এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম দিনে ৭০০ স্থানীয় দুস্থ পরিবার প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পেরেছে।

পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে মিলছে চাল-ডাল-ডিমসহ ১৯ পণ্য

এই আয়োজন থেকে প্রায় পাঁচ টনের বেশি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। সেই প্লাস্টিক পুরোটাই রিসাইকেল করা হবে। দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, নদীমাতৃক এই দেশের প্রাণ প্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণিকুলকে রক্ষা করা দরকার। সমাজ ও দেশকে দূষণমুক্ত রাখতে হলে সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে মিলছে চাল-ডাল-ডিমসহ ১৯ পণ্য

বিদ্যানন্দের বোর্ড সদস্য মো. জামাল উদ্দিন বলেন, প্লাস্টিক দূষণের মাত্রা এতই যে, এটি সরকারের একার পক্ষে রোধ করা অসম্ভব। এই দূষণ কমাতে দরকার জনসচেতনতা ও জনসম্পৃক্ততা। তাই মানুষকে সম্পৃক্ত করতেই আমরা সারাদেশে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর চালু করছি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছি। আশা করছি এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিকের ভয়াবহতা সম্বন্ধে আমরা জনগণকে ধারণা দিতে পারবো।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/এমএস