ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ট্রাকচাপায় এসআই নিহত

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে ট্রাকচাপায় ডিএসবির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম ফরিদপুরের সালথা থানার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ডিউটি শেষে দুপুরে বাসায় ফিরছিলেন সাইফুল ইসলাম। এসময় টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়ক পার হতে গিয়ে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশিক জামান অভি/আরএইচ/এমএস