ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অন্যকে সাবধান করা সমাজপতি বন্যহাতির আক্রমণে নিহত

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানানো সমাজ কমিটির সভাপতি হাতির আক্রমণে নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক (৪৫) রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে। তিনি ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়ি থেকে পাকা ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। বন্যহাতি বাবাকে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান তথ্যের সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির পালের আনাগোনা বেড়েছে। লোকালয়ে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। মানুষকে সাবধান থাকতে সতর্ক করেছিলেন সমাজ কমিটির সভাপতি আবদুল হক। অথচ তিনিই বন্যহাতির আক্রমণের শিকারে প্রাণ হারালেন। এরপর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধরী জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস