অষ্টগ্রামে মহিষচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের মহিষচোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কাগজী গ্রামের হিরা মিয়ার ছেলে নাসির মিয়া (২৮) ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে মো. শাহজাহান (৪০)।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গণপিটুনিতে নিহত দুজনের বিরুদ্ধেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় একাধিক চুরি মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে দেওঘর ১নং ওয়ার্ডের শেখের বাড়ির পেছনে তাদের স্থানীয় জনতা আটক করে। পরে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে এরে গণপিটুনিতে নিহত হন।
খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কাজ পক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে যে নৌকাটি চুরির কাজে ব্যবহার হয়েছিল তা চিহ্নিত করা যায়নি।
দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসেন। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজারো উত্তেজিত জনতা স্কুলে গিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে।
এসকে রাসেল/এফএ/এএসএম