৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১৮ কিশোর-তরুণ
ফজরের জামাতে একটানা ৪০ দিন নামাজ আদায়ে মিলবে পুরস্কার। মুন্সিগঞ্জ সদরে এমন উদ্যোগে অংশ নিয়ে ১৮ জন কিশোর-তরুণ পেয়েছেন সাইকেল, ইলেকট্রিক চুলা, ডিনার সেট।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পঞ্চসার ভট্টাচার্যের ভাগ এলাকায় অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এমন উদ্যোগে উচ্ছ্বসিত কিশোররা, আর প্রশংসা করছে স্থানীয়রা।
আয়োজক ও স্থানীয়রা জানান, ভট্টচার্যেরভাগ স্থানীয় দারুল উলুম বি-বাগ কওমি মাদরাসা ও স্থানীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া তরুণ-কিশোরদের ফজরের জামায়াতে নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি অপসারণের সঙ্গে সঙ্গে কিশোর তরুণদের নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা। প্রায় দেড় মাস আগে এ ঘোষণায় অনেক কিশোর-তরুণ মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ১৮ জন কিশোর-তরুণ ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে পড়তে সক্ষম হয়। শুক্রবার তাদের নিয়ে ইবাদাতে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কুইজে বেশি নম্বর পাওয়া ৪ জনকে সাইকেল, পর্যাক্রমে ৬ জনকে ইলেকট্রিক চুলা ও বাকি ৮ জনকে ডিনার সেট উপহার দেওয়া হয়।
নামাজে অংশ নেয়া শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা জানায়, শুধুমাত্র সাইকেল কিংবা অন্য পুরস্কারের জন্য নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেই নামাজ আদায় মূল্য লক্ষ্য ছিল। তবে পুরস্কারের পেয়ে সবাই আনন্দিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. মঞ্জরুল আলম। দারুল উলুম বি-ভাগ কওমি মাদরাসার সভাপতি রমজান হোসেন ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান, জেলা জামায়াত ইসলামের সভাপতি আ.জ.ম রুহুল কুদ্দুস, ভট্টাচার্যের ভাগ মধ্যসমাজ বাইতুল আকরাম মসজিদের সভাপতি মো. লাভলু ঢালীসহ অন্যান্যরা।
আরাফাত রায়হান সাকিব/এফএ/এএসএম