ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সমাবেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ নিয়ে ভারতীয় আগ্রাসন নীতি ও দেশটির মিডিয়ার ধারাবাহিক অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা। এসময় তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-সেনা-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় কর্নেল (অব.) নেয়ামুল ইসলাম ফাতেমি বলেন, দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্বৈরশাসকের কড়াল থাবায় ক্ষতবিক্ষত হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সুযোগ্য পরিচালনায় এসব প্রতিষ্ঠান সংস্কার ও পুনঃনির্মাণ কাজ চলমান। বিগত শাসনামলে সীমাহীন অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের দ্বারা আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অকার্যকর অবস্থা, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন কারণে আমরা আজ এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছি। এর ওপর যোগ হয়েছে পরিকল্পিত ও ধারাবাহিকভাবে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, তাদের সরকারের আগ্রাসন নীতি এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান (চট্টগ্রাম-সিলেট-রংপুর) দখলের নীল নকশার হুমকির তথ্য প্রচার। ভারত থেকে সংখ্যালঘুদের উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করা হচ্ছে। তারা আমাদের দেশকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করতে বয়ান তৈরি করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি, একমাত্র বৃহত্তর ঐক্যই এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাতে পারে।

এর আগে টাউনহল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জিতু কবীর/এসআর/জেআইএম