ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আব্দুল জব্বার

নারায়ণগঞ্জে ১৫ বছরে জামায়াত-শিবিরের ২৭ জনকে গুম করা হয়েছে

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আব্দুল জব্বার বলেছেন, বিগত ১৫ বছরে নারায়ণগঞ্জে আমাদের সংগঠনের ২৭ জনকে বিভিন্নভাবে গুম করা হয়েছে। এই গুমের নায়ক হচ্ছেন শেখ হাসিনা। তার পেটোয়া বাহিনী পুলিশকে অপব্যবহার করে তাদের গুম করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে সভার আয়োজন করা হয়।

আব্দুল জব্বার বলেন, ‘আমাদের এই হিসারের বাইরেও বিএনপিসহ অন্যান্য সংগঠনেও এরকম হয়েছে। এখানে মামলা হয়েছে হাজারের অধিক। আসামি করা হয়েছে লক্ষাধিক। ৩৬ জুলাইয়ে আমাদের হিসাবমতে নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন ৫৪ জন। নাম না জানা আরও কতজন শহীদ হয়েছেন সেটা আমাদের কাছে নেই। এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন ২০০ জন।’

আব্দুল জব্বার, নারায়ণগঞ্জে ১৫ বছরে জামায়াত-শিবিরের ২৭ জনকে গুম করা হয়েছে

তিনি বলেন, ‘ভয়াল জুলুম-নির্যাতনের পর আমরা একটি দেশ পেয়েছি। শেখ হাসিনার রিজিমের পতন হয়েছে। বাংলাদেশে এরকম অত্যাচারী রিজিম গড়ে উঠতে দেবো না। আমরা কষ্টে ছিলাম কিন্তু আইন হাতে তুলে নেইনি। আমাদের ইসলাম এবং দল ধৈর্য ধারণ করা শিখিয়েছে। আশা করছি, নতুন বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে। আমরা হাসিনার বিচার নিশ্চিত করবো।’

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আইন ও মানবাধিকার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য মাইনুদ্দিন আহমদ, মহানগর নায়েবে আমির আব্দুল কাইয়ুম ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম