আরিচা-কাজিরহাট নৌরুট
৯ ঘণ্টা পর নোঙর তুলেছে আটকে যাওয়া দুই ফেরি
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে কুয়াশা। এতে নৌপথের মার্কিং পয়েন্ট দৃশ্যমান হওয়ায় ৯ ঘণ্টা পর মাঝ নদীতে আটকে থাকা দুটি ফেরি নোঙর তুলে গন্তব্যে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসি কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বিষয়টি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে কাজিরহাট ঘাট থেকে ছেড়ে যাওয়া কিষাণী ও আরিচা থেকে ছেড়ে আসা একটিসহ দুটি ফেরি ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। সকালেও কুয়াশা ছিলো। এখন কিছুটা কমায় কিষাণী আরিচার দিকে যাচ্ছে এবং অন্যটি কাজিরহাটের দিকে আসছে। এখনো পৌঁছায়নি।
এদিকে রাত থেকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় কাজিরহাট প্রান্তে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। সকালে যাত্রী ও অন্যান্য যানও এসে যানজটের সারি দীর্ঘ করেছে।
আলমগীর হোসাইন নাবিল/এএইচ/এএসএম