পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীত
পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীত। দিনভর কনকনে শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তিনদিন ধরে ঠিকমত সূর্যের দেখা মেলেনি। দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট। বৃহস্পতিবার সকাল থেকেই ঘনকুয়াশায় ঢেকে রয়েছে আকাশ। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।।
সফিকুল আলম/এএইচ/এএসএম