মাদারীপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগ
মাদারীপুরে হঠাৎ বেড়েছে ঠান্ডাজনিত রোগ। প্রায় প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এদের মধ্যে বেশিরভাগ শিশু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরে গত এক সপ্তাহ ধরে শীত বেড়েছে। প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। ফলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ডায়রিয়া রোগীর সংখ্যাও বেড়েছে।
মাদারীপুরের রাস্তি এলাকার ইসমাইল হোসেন বলেন, ‘আমার ছেলের ঠান্ডা লেগেছে। বুকে কফ জমে গেছে। তাই হাসপাতালে ভর্তি করেছি।’
পাঁচখোলা এলাকার বাসিন্দা স্বপন হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘মেয়ের ঠান্ডা লেগেছে। সঙ্গে জ্বর ও কাশি। তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।’
মাদারীপুরের লঞ্চঘাট এলাকার লাইজু বেগম বলেন, ‘হাসপাতালে বেডের সমস্যা। এক বেডে দুইজন রোগীকে থাকতে হচ্ছে। এতে কেউ ঘুমাতে পারে না। ফলে অনেক সমস্যা হচ্ছে।’
এ বিষয়ে মাদারীপুরের সিভিল সার্জন ও ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহম্মদ খান বলেন, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের আমরা সাধ্যমতো সেবা দিচ্ছি।
তিনি আরও বলেন, এসময় প্রতিটি পরিবারের উচিত শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়া। তাহলে ঠান্ডাজনিত রোগ হওয়ার আশঙ্কা কমে যাবে। হাসপাতালের জনবল সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম