চুয়াডাঙ্গায় সোনার ৯ বারসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গায় বিজিবি-৬ ব্যাটালিয়ান অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার ৯টি বারসহ রুহুল আমিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে।
আটককৃত রুহুল আমিন (২১) দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডুগডুগি বাজার পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় আটক করা হয়। পরে তার মোটরসাইকেলটি তল্লাশি করে হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি ১৭৮ গ্রাম ওজনের সোনার ৯টি বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন- আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর এবং জব্দকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
হুসাইন মালিক/এএইচ/জেআইএম