ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। এছাড়া উভয় পক্ষের ১১টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পঞ্চবটি কাঠেরপুল এলাকার সঙ্গে জগন্নাথপুর গাইনহাটি এলাকার মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় গাইনহাটির লোকজন নাদিম নামের এক ব্যক্তির মুরগির খামার লুটপাট করে। এতে খামার মালিক নাদিমের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে গাইনহাটি এলাকার যুবকদের সঙ্গে পঞ্চবটি এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডা পরে মারামারি হয়। এরপর স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দেন। দ্বিতীয় দফায় তিনদিন আগে আবারও একই বিষয় নিয়ে তাদের মধ্যে হট্টগোল হয়।
শুক্রবার শহরের চকবাজারে ওই এলাকার শান্ত ও এমাদাদুলকে মারধোর করে গাইনহাটির লোকজন। উভয় পক্ষের নেতারা শনিবার সকাল ১০টায় বিষয়টি মীমাংসা করতে সময় দিলেও পরে গাইনহাটির পক্ষ থেকে মীমাংসা হবে না বলে সাফ জানিয়ে দেয়। এরপর দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, টেটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানসহ ১১টি বাড়িঘর ভাঙচুর করে। ভাঙচুরের সময় দুটি অটো গ্যারেজ লুটপাট করে।
এ বিষয়ে ক্ষয়ক্ষতি হওয়া ভুক্তোভোগী লিটন মিয়া ও চায়না বেগম জানান, এক বছরে তিনবার ঝগড়া করেছে এ দুই এলাকার মানুষ। কাঠেরপুল এলাকায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। দুই পক্ষের ঝগড়ার মধ্যে পড়ে এর আগেও আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে।
গাইনহাটি এলাকার নন্দন আলী ও ইকবাল মিয়া জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ছেলেরা ঝগড়া করেছে।
পঞ্চবটি এলাকার ফারুক মিয়া ও ওয়ার্ড বিএনপি সভাপতি ওমর মোহাম্মদ অপু জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে ছোট ছেলেদের মধ্যে ঝগড়া হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, কি নিয়ে ঝগড়া হয়েছে আমরা জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। সেনাবাহিনীসহ পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজীবুল হাসান/জেডএইচ/এমএস