ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুকুরের আক্রমণে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৭ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের আক্রমণে মো. জয় (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা গ্রামের ছোটবিল হাওরে এ ঘটনা ঘটে।

শিশু জয় কুর্শার নয়াহাটি গ্রামের মৃত জুয়েলের ছেলে।

স্থানীয়রা জানান, কুর্শা গ্রামের ছোটবিল হাওরে ছেলেটি একটি হাঁসের খামারে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ একটি পাগলা কুকুর তাকে আক্রমণ করে। স্থানীয়রা তাকে কুকুরের কবল থেকে উদ্ধার করে দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, বাচ্চাটিকে ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এসকে রাসেল/এফএ/এএসএম