ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহে নাগরিক সমাবেশ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাসের প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নাগরিক সমাবেশ করেছে ময়মনসিংহ ফোরাম।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ সমাবেশ করা হয়।

ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহে নাগরিক সমাবেশ

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তাদের প্রচার করা খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

জাতিসংঘ থেকে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, তার এমন বক্তব্য আন্তর্জাতিক নিয়মবহির্ভূত। এমন বক্তব্যের জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত।

ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহে নাগরিক সমাবেশ

তারা আরও বলেন, আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনা প্রমাণ করে ভারত তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। নিজ মানুষের নিরাপত্তা ও বিদেশিদের নিরাপত্তা দেওয়ার মতো সক্ষমতা তারা হারিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ফোরামের কো-অর্ডিনেটর সাঈদ ইসলাম, সিনিয়র কো-অর্ডিনেটর সরকার আজিজ, ময়মনসিংহ ফোরামের নির্বাহী সদস্য হাসনাইন সাকিব, এহসান হাবিব, শামিম আশরাফ, তৌহিদুজ্জামান ছোটন প্রমুখ।

এসআর/জিকেএস