ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৯ বছর পর কুমিল্লায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক কুমিল্লা টাউনহল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এই সম্মেলনকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে ২০০৫ সালে একই স্থানে সমাবেশ করেছিল জামায়াত। এরপর থেকে দীর্ঘ ১৯ বছর দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে আর কর্মী সমাবেশ করতে পারেননি।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি জানান, সম্মেলনে নারী ও পুরুষসহ অন্তত ৩০ হাজার নেতাকর্মীর আগমন ঘটবে। নারীদের জন্য নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ১০ হাজার নারী বসতে পারবেন। অনুষ্ঠান চলবে সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত। এরইমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান।

সম্মেলনে অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, আব্দুল হালিমসহ অন্যরা। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো.শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিনসহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম