ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা

ভারতীয় ভিসা সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বাড়তি নজরদারি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর কুমিল্লায় ভারতীয় ভিসা সেন্টার, ইসকন সমর্থক এবং হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নগরীতে পুলিশের একাধিক টিম টহল দিচ্ছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লায় কোনোভাবেই যাতে শান্তি-সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে ইসকন ও হিন্দু নেতা, রাজনৈতিক ও সামাজিক নেতা এবং মসজিদের ইমামদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হচ্ছে।

যে কোনো পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমিল্লার পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান এসপি।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম