শহীদ শিফাত উল্লাহর বাড়ি যাওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ শিফাত উল্লাহর বাড়ি যাওয়ার রাস্তায় গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত লোকজনের বিরুদ্ধে। এতে করে ওই পথে চলাচলকারী শিক্ষার্থীসহ অন্যান্যদের সমস্যা হচ্ছে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের উত্তর চরকাওনা এলাকায় গিয়ে দেখা যায় এই দৃশ্য।
স্থানীয়রা জানান, এলাকার আওয়ামী লীগ সমর্থিত ইদ্রিস ও পাকুন্দিয়া উপজেলা মৎস্যজীবী লীগের কার্যকারী নির্বাহী কমিটির সাবেক সদস্য লিটন মিয়া যখনই শুনেছেন রাস্তাটি শহীদ শিফাত উল্লাহর স্মরণে পাকা হবে, তখনই তারা গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে তালিমুল কুরআন হুসাইনিয়া মাদরাসায় যাতায়াতে শিক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া শহীদ শিফাত উল্লাহর বাড়ি যেতে সমস্যা হচ্ছে।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আহসানুল্লাহ জানান, লিটন মিয়া পাকুন্দিয়া উপজেলা মৎস্যজীবী লীগের কার্যকারী নির্বাহী কমিটির সাবেক সদস্য।
চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জোনাকি আক্তার ললেন, রাস্তার মাঝে গাছ লাগানো ঠিক হয়নি। কারণ এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে। আমরাও স্কুলে যাই। রাস্তার লাগানো গাছগুলো উত্তোলন করা হোক এবং এটি পাকা করা হোক।
শহীদ শিফাত উল্লাহর চাচা মুফতি মোফাজ্জল হোসেন বলেন, পাকিস্তান আমল থেকেই এই রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। শহীদ শিফাত উল্লাহর স্মরণে যখন রাস্তাটি পাকা করার পরিকল্পনা হয়, তখনই গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। আমরা চাই, রাস্তা পাকার জন্য যে বাজেট হয়েছে তা যেন সুন্দরভাবে হয়।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তৌফিকুল ইসলাম বলেন, শিফাত উল্লাহ পরিবার অত্যন্ত মানবিক ও ধার্মিক। শহীদ শিফাত উল্লাহর পরিবারের লোকজনসহ এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। সম্প্রতি রাস্তায় গাছ লাগানো হলে আমার কাছে অভিযোগ আসে। আমি কথা বলি লিটনের সঙ্গে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি।
তবে অভিযুক্ত লিটন ও ইদ্রিস মিয়া রাস্তাটি নিজেদের জমির বলে দাবি করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ঘটনাটি নিন্দনীয়। একজন ২৪ বীরের বাড়ি যাওয়ার রাস্তায় গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিলে যথাযথ জবাবদিহিতামূলক ব্যবস্থা নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, এই রাস্তায় ইউএনও স্যার বাজেট দিয়েছেন। সার্ভেয়ার দিয়ে মেপে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এসকে রাসেল/জেডএইচ/জেআইএম