বনভূমি দখল মামলায় জামায়াত নেতা গ্রেফতার
টাঙ্গাইলে বনভূমি দখল ও গাছ কাটার মামলায় মনিরুজ্জামান মনির নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সখীপুর থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুজ্জামান মনির সখিপুর উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম