ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে সাত টন সরকারি চালসহ আটক ২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:২১ এএম, ০৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সাত টন মজুতকৃত চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল ব্যবসায়ীসহ দুজনকে আটক করে যৌথবাহিনী।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কল্যাণপুর গ্ৰামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে চাল ব্যবসায়ী ফরিদুল ইসলাম ও মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ সেখ।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার এক গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। এতে হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের সাতটন চাল জব্দ ও দুজনকে আটক করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. নাছির উদ্দিন, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ হোসেন, এনএসআইয়ের সহকারী পরিচালক আব্দুল হেলিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

এম এ মালেক/এফএ/এমএস