কুষ্টিয়ায় চার ইটভাটা মালিকের ৬ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ায় চার ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জেলার মিরপুর উপজেলার চারুলিয়া ও আমকাঠালিয়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চার ইটভাটা মালিককে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়। এর আগে এএসএম ইটভাটা আংশিক গুড়িয়ে দেওয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাসার জানান, জেলায় ১৭০টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১৫ ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রাখা হবে।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস