ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুর্ঘটনাকবলীত লোকাল বাসের মালিক উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫০) ও ফেরিওয়ালা যশোরের বাসিন্দা মাসুম মিয়া (৫০)।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ২

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপীনাথপুরের শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলেছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ সময় ফেরিওয়ালা মাসুম মিয়া ঘটনাস্থলে নিহত ও লোকাল বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আশিক জামান অভি/আরএইচ/জিকেএস