ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পৌর গুদামে পড়ে ছিল গত বছর বিতরণের শতাধিক কম্বল

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার গুদামে পাওয়া গেছে শীতার্তদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ শতাধিক কম্বল। গত বছর হতদরিদ্রদের মাঝে কম্বলগুলো বিতরণের কথা থাকলেও সাবেক মেয়র নজরুল ইসলম মন্ডল তা করেননি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, গোয়ালন্দ পৌরসভার প্রধান সহকারী ফজলুল হকের কক্ষে বেশকিছু কম্বল স্তূপ করে রাখা।

ফজলুল হক জানান, সাবেক মেয়র একজন কাউন্সিলরকে এ কম্বল বিতরণের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি কম্বলগুলো বিতরণ করেননি। তাই গত বছরের কম্বলগুলো গুদামেই পড়ে ছিল।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি জেনে কম্বলগুলো বের করার কথা বলেছেন। তাই এগুলো বের করেছি।

আব্দুস সালাম নামের এক ব্যক্তি বলেন, ‘শীতের সময় একটি কম্বল যে শীতার্ত মানুষের কাছে কত প্রয়োজন, তা শুধু ওই ব্যক্তিই জানেন। আসলে ভোট চলে গেলে জনপ্রতিনিধিরা আর অসহায়-দরিদ্রদের খোঁজ রাখেন না। তার একটি উদাহরণ গত বছরের কম্বল এখনো পড়ে আছে। এদের বিচার হওয়া দরকার।’

গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিষয়টি জানতে পেরে কম্বলগুলো বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই পৌর এলাকার দরিদ্রদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হবে।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম