ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘নবম ও দশম শ্রেণির বইয়ে মাদকের ভয়াবহতা অন্তর্ভুক্ত হবে’

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মাদকদ্রব্যের ভয়াবহতা এবং সচেতনতা বিষয়ক লেখা থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মাদকের বিরুদ্ধে পরিবার কেন্দ্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবারভিত্তিক মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা স্কুল-কলেজে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারলে দেশে মাদকের ব্যবহার ৯০ শতাংশ কমে যাবে।

তিনি আরও বলেন, আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকেও মাদকদ্রব্যের ভয়াবহতা এবং সচেতনতা সৃষ্টির বিষয়ে লেখা থাকবে। মাদকে কুফল সম্পর্কে নানাভাবে প্রচারণা চালানো হবে। এর কুফল সম্পর্কে জানতে পারলে মানুষ মাদক থেকে বিরত থাকবে।

জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

সফিকুল আলম/জেডএইচ/জিকেএস