ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, আটক ৩

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৭ নভেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা নাগরিক উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধারকৃতরা হলেন- উখিয়ার বালুখালির আবুল বাশেরের ছেলে সামসু (৫০) ও একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে আনিসুল আলম (২৮)।

ওসি বলেন, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিমে মাঠপাড়া রাস্তার মাথা সড়ক থেকে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী দুইজন রোহিঙ্গাকে অপহরণ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়। পরে মামলার তদন্ত চলাকালে গোপন সংবাদে খবর আসে অপহৃত দুই ভিকটিমসহ অপহরণকারীরা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া পাহাড়ে অবস্থান করছেন।

এমন তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ থানার এসআই সনজীব কুমার পাল ও এসআই ননী বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩ অপহকারী ওই এলাকার সাইফুল ইসলাম, মরিয়ম বেগম ও নছিমা আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কবল থেকে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে অন্যান্য আরও কিছু অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম