ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বনে স্বেচ্ছাসেবক লীগ নেতার কলোনি, উচ্ছেদ করলো যৌথবাহিনী

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

গাজীপুরে বন দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুকের কলোনি ভেঙে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। অভিযানে বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়।

বনে স্বেচ্ছাসেবক লীগ নেতার কলোনি, উচ্ছেদ করলো যৌথবাহিনী

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে বন দখল হয়ে আসছে। বন দখলে ওমর ফারুকের সহযোগী বাতেন ও সাত্তার মোল্লা।

স্থানীয়দের অভিযোগ, হাসিনা সরকারের আমলে বন দখলে অপ্রতিরোধ্য ছিলেন ওমর ফারুক। তার উস্কানিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বেশ কয়েকবার হামলা চালান বনখেকোরা। ৫ আগস্টের পর গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে ওমর ফারুকের দখলে থাকা গেজেভুক্ত এক একর বনে বেশ কয়েকটি বাড়ি নির্মাণ করা হয়।

তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুক।

আমিনুল ইসলাম/এসআর/এমএস