ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে সাবেক এমপি জাহিরের ক্যাশিয়ার আটক

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৪ নভেম্বর ২০২৪

হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ক্যাশিয়ার খ্যাত আলমগীর তালুকদার ওরফে বালু আলমগীরকে গণধোলাই দিয়ে সেনা ক্যাম্পে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে করে স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাকে সদর থানায় হস্তান্তর করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, স্থানীয় যুবকরা আলমগীরকে আটক করে সেনাবাহিনীর কাছে নিয়ে যান। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, আলমগীর তালুকদার ওরফে বালু আলমগীর ১৭ বছর সাবেক এমপি আবু জাহিরের ভাগনে পরিচয়ে জায়গা-বাড়ি দখল, বালুমহাল, জলমহাল দখলসহ নানা অপকর্ম করে জিরো থেকে হিরো বনে যান। নুন আনতে পানতা ফুরানো আলমগীর বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। বাহুবলে অবৈধভাবে বালু মহাল দখল করে কয়েক কোটি টাকা উপার্জন করেছেন। এছাড়া সরকারি বিভিন্ন জলমহাল, শহরের বিভিন্ন অবৈধ জায়গা জোরপূর্বক দখল করে বিক্রিসহ সব অপকর্মে লিপ্ত ছিলেন আলমগীর। তার সব অপকর্মে ঢাল হিসেবে ব্যবহার করতেন সাবেক এমপি আবু জাহিরকে।

স্থানীয়ভাবে আবু জাহিরের কোষাধ্যক্ষ হিসেবেও আলমগীরের পরিচিতি রয়েছে। গত ৫ আগস্টে সাবেক এমপি আবু জাহির পালিয়ে গেলে সেও আত্মগোপন করেন। তবে মাঝেমধ্যে ফায়ার সার্ভিস রোডে তার দেখা মিলতো। রোববার সন্ধ্যায় সেখানে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে সেনা ক্যাম্পে হস্তান্তর করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস