কলাপাড়া কৃষক বাজারে প্রথম দিনেই ক্রেতাদের ভিড়
পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য বসেছে কৃষক বাজার। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আমরা কালাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়।
ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন বাজারে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে বাজারটি। উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং ন্যায্যমূল্যে কিনতে পেরে অনেকটা উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা।
নাসির উদ্দিন নামের এক ক্রেতা জানান, সকালে ৭০ টাকায় একটি লাউ কিনেছি। পরে এ বাজার থেকে ৪০ টাকায় কিনেছি। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে সাশ্রয় হয়েছে।
উপজেলার নীলগঞ্জ থেকে আসা কৃষক মো. জাকির হোসেন জানান, ৩০ টাকায় লাল শাক বিক্রি করলাম। অথচ এ লালশাকই এ বাজারে ৫০ টাকায় বিক্রি হতো। আমরা এতো কষ্ট করে ফসল ফলিয়ে কোনোমতে খরচ টাকা উঠাতে পারতাম না। মধ্যস্থতাকারীরা হাজার হাজার টাকা লাভ করে নিত।
আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম ঊর্ধ্বগতির কারণে আসলে অনেক ক্রেতাই হিমশিম খাচ্ছেন। অন্যদিকে কৃষকরাও পাচ্ছেন না তাদের ন্যায্যমূল্য। প্রতিটি কৃষক যাতে তার ন্যায্য মূল্য পায় সে জন্য এ বাজার বসেছে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম