ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিললো আদিবাসী নারীর মরদেহ

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

দিনাজপুরের বিরামপুরে বিশনি পাহান (৫৫) নামের এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকার ধানক্ষেত থেকে ওই নারীর হাতবাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিশনি পাহান উপজেলার কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের সাধন পাহানের মেয়ে।

নিহতের ভাই চরকা পাহান বলেন, আমার ছোট বোন বিশনি পাহানকে ছেড়ে চলে গেছেন তার স্বামী। প্রতিরাতেই নেশা করতেন। বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে থাকতেন তিনি। তিনি এলাকায় মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার বিকেলে এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ শেষ করে আর বাড়িতে ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে ধানক্ষেতে হাতবাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এলাকাবাসীর দেওয়া খবরে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তাকে কে বা কাহারা হত্যা করেছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মো. মাহাবুর রহমান/এফএ/এএসএম