ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াত সেক্রেটারি

গত ১৫ বছরে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারিনি

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে গত ১৫ বছরে আমরা তা প্রয়োগ করতে পারিনি। ১৪, ১৮ এবং ২৪ সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি, বাংলাদেশের মানুষ আমাদের ভোট দিতে পারেনি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশলীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যান।

শনিবার (২৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জানতো তারা যে দুঃশাসন কায়েম করেছে এর জন্য তাদের দেশ ছেড়ে পালাতে হবে। এজন্য আগে থেকেই তারা হাজার-হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। এ কয় বছরে তারা ১৭ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২ লাখ কোটি টাকা নিয়ে গেছে। এজন্য দেশের অর্থনীতি আজ ভেঙে পড়েছে।

জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র আন্দোলনের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে পাখির মতো গুলি করে ছাত্রদের মেরেছে। সাভার-আশুলিয়াসহ বিভিন্ন জায়গায় মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। হেলিকপ্টার থেকে শিশু-নারীসহ শত শত মানুষকে হত্যা করেছে। এই বর্বরতা পৃথিবী কোনোদিন দেখেনি, শেখ হাসিনা তাও করেছে। দুই হাজার ছাত্র জনতা হত্যা করেছে, যাদের অনেকের মরদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে জুডিসিয়াল কিলিং করা হয়েছে। কারাগারে আটকে রেখে যন্ত্রণা দিয়ে তাদের তিলে-তিলে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার বাংলার জমিনে হবে।

কর্মী সম্মেলনে মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্ব করেন এবং সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত আলী, ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান।

এফএ/এমএস