ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ১২:০২ এএম, ২৩ নভেম্বর ২০২৪

নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত।

শুক্রবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় আইন উদ্দিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক। কৃষি কাজ করতেন।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।

মাইন উদ্দিন বলেন, প্রায় এক মাস ধরে প্রতিবেশী রফিকুলের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িতে হামলা করে। এ সময় তাদের দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দিই। আমার ভাই আইন উদ্দিন বাইরে থেকে বাড়িতে আসলে তাকে ঘিরে ধরে মারধর করতে থাকে।

তিনি বলেন, আমাকে ও স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাইরে এনে মারধর করে। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় মারা যান।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সজ্ঞিত সাহা/এমআরএম