ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শহীদ আব্দুল্লাহর স্বজনদের পাশে স্বাস্থ্যের মহাপরিচালক

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৬:১২ পিএম, ২১ নভেম্বর ২০২৪

যশোরের বেনাপোলে শহীদ আব্দুল্লাহর বাড়ি পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা. আবু জাফর। বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে পোর্ট থানার বড়আঁচড়ায় আব্দুল্লাহর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। পরে তিনি কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

প্রফেসর ডা. আবু জাফর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদরা ন্যায় বিচার পাবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূর জাহান বেগমসহ অন্যান্য উপদেষ্টারা সম্মিলিতভাবে চেষ্টা করছেন ন্যায় বিচার যেন হয়।

বেনাপোল, শহীদ, মহাপরিচালকশহীদ আব্দুল্লাহর স্বজনদের পাশে স্বাস্থ্যের মহাপরিচালক

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খাতুন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ পুলিশের গুলিতে আহত হন। ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতো আব্দুল্লাহ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সিএমএইচে ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মারা যান আব্দুল্লাহ।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম