খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগে অভিযান চালিয়ে ২০ প্রতিষ্ঠানকে এক লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে দিঘলিয়া উপজেলার পালের হাট ও শ্রীফলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার কদমতলা ও লাবসা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে সফর উপজেলার এনএস রোড ও ইসলামিয়া কলেজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৫ হাজার টাকা।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার গোয়াল পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার থানা রোড ও উপজেলা গেট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া, শাহাবাদ ও গারুচুরা বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে সদর উপজেলার রেলগেট ও শালতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আলমগীর হান্নান/জেডএইচ/