ইকবাল কবির
প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা নেই
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের ট্রেন চালুর কথা বললেও সুস্পষ্ট রূপরেখা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
তিনি বলেন, ক্ষমতার ১০০ দিন পার হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই-আগস্টের হত্যাকারীদের গ্রেফতার, ব্যাংকলুটেরা, টাকা পাচারকারীদের গ্রেফতার করে টাকা উদ্ধারে আশাব্যঞ্জক সফলতা দেখাতে পারেনি। এমনকী আহতদের চিকিৎসা নিয়েও রয়েছে প্রচণ্ড ক্ষোভ। এ অবস্থায় সরকারের ভূমিকা পরাজিত শক্তি ও ষড়যন্ত্রের শক্তিকে পথ করে দিচ্ছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইকবাল কবির।
পার্টির জেলা কমিটির সমন্বয়ক তসলিমুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, শ্রমিক নেতা নাজিম উদ্দিন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা গাজী আব্দুল হামিদ, কৃষক নেতা মিজানুর রহমান, নারী নেত্রী বিথীকা বিশ্বাস, যুবনেতা আহাদ আলী মুন্না, ছাত্রনেতা সাইহাম বিশ্বাস অর্ক প্রমুখ। জনসভা পরিচালনা করেন জেলা নেতা কমরেড কামাল হাসান পলাশ।
মিলন রহমান/এসআর/জিকেএস