ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪.২

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত। গত কয়েকদিন ধরে বিকেল থেকে তাপমাত্রা কমছে। সোমবার (১৮ নভেম্বর) নেমেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

রিকশাচালক ঝন্টু মিয়া বলেন, এখনই হাত-পা মনে হচ্ছে বরফ হয়ে আসছে। সন্ধ্যার পর শীত বাড়ে। আর কয়েকদিন পর রিকশা চালানো কষ্টকর হয়ে যাবে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ এ জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।

হুসাইন মালিক/এফএ/এমএস