ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্র পরিচয় টিকিট ছাড়া ভ্রমণের চেষ্টা, ৮ জনের জরিমানা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৬ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা টিকিটে ভ্রমণ ও টিকিট পরীক্ষকের (টিটিই) সঙ্গে অসদাচরণের অভিযোগে আটজনকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. রোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন। ট্রেনটি কুলাউড়ার কাছাকাছি আসার পর টিটিই আটজন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বিপত্তি বাধে।

রোমান আহমদ আরও জানান, টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা ছাত্র পরিচয় দেন। যা সন্দেহজনক ছিল। এক পর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে তারা। পরে টিটিই বিষয়টি কুলাউড়া রেলস্টেশনে জানালে ট্রেনটি কুলাউড়ায় আসার পর ওই আটজনকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে এক হাজার ৩৬০ টাকা জরিমানা করা হয়। পরে টিটিইর কাছে তারা দুঃখপ্রকাশ করলে জরিমানার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, আট যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জেআইএম