ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রান্নাঘরে পাওয়া গেলো ১০ ফুট লম্বা অজগর

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বাড়ির রান্নাঘরে আঁড়ার সঙ্গে পেঁচিয়ে ছিল ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। পরে যুবসমাজ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন। বস্তাবন্দি করে গহীন পাহাড়ে অবমুক্ত করা হয় অজগরটি।

শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার কুমিরা ইউনিয়নের পূর্ব সোনার পাড়া এলাকায় খলিলুর রহমানের রান্নাঘরে অজগরটি ধরা পড়ে। খলিলুর রহমানের বাড়ি থেকে আধা কিলোমিটার আগেই পাহাড়ের টিলা রয়েছে।

স্থানীয় ব্যক্তিদের ধারণা, ওই পাহাড়ের টিলা থেকে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে।

স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার সকালে অজগরটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেউ অজগরটিকে ধরার সাহস করছিলেন না। পরে স্থানীয় বাসিন্দারা যুবসমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেন। ওই সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে টেনে নামান। পরে বস্তাবন্দি করে সেটিকে ওই বাড়ির কাছাকাছি পাহাড়ের গহীনে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ব্যক্তিদের ধারণা, অজগরটির দৈর্ঘ্য ১০ ফুটের মতো হবে। খুব সম্ভবত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সেটি লোকালয়ে চলে আসে। পরে খলিলুর রহমানের রান্নাঘরের আঁড়ার সঙ্গে পেঁচিয়ে থেকে যায় সাপটি।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম