ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবিতে মশাল মিছিল হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এই মিছিল হয়।

মিছিলটি শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণ করে কালীরবাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে বাস ভাড়া কমানোর দাবি জানানো হয়। অন্যথায় ১৭ নভেম্বর হরতাল পালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া উচ্ছিষ্টের জন্য বাস মালিক নামধারী চাঁদাবাজরা পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছে। ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবি ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা ও এসি বাসের ভাড়া ৬৫ টাকা থেকে কমিয়ে ৫৫ করা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল করা হবে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল ও কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এএসএম