বিএনপির সমাবেশে নেতাকর্মীদের মোবাইল ও মানিব্যাগ চুরি
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। একের পর এক মিছিল সভাস্থলে আসতে থাকে মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের নেতৃত্বে।
সমাবেশের সভাস্থলের প্রবেশ পথে শত শত লোকের ভিড়ে সুযোগ বুঝে নেতাকর্মীদের পকেটে থাকা মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মিরসরাই উপজেলা বিএনপির জনসমাবেশে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিএনপি নেতা ১নং করেরহাট ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবলু বলেন, সমাবেশে আসার গাড়িভাড়া ও আনুষাঙ্গিক খরচের জন্য ৫০ হাজার টাকা পকেটে রেখেছিলাম। মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশের সময় চাপাচাপির মধ্যে পকেটের ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। পরে এক সহকর্মীর কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান বলেন, পকেটে ১১ হাজার টাকা ছিল। মিছিল শেষে দেখি নাই।
আরেক নেতা জানান তার আইফোনটি খোয়া গেছে সমাবেশের স্থান থেকে।
এছাড়া সমাবেশ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মিরসরাইয়ের স্থানীয়রা জানান, মিরসরাইয়ের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের সমাবেশে এতো বিশাল জনসমাগম হয়নি।
বিএনপির দায়িত্বশীলরা জানান, একটি বড় সমাবেশে ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে। তবে এসব ব্যাপারে নিজেদের সচেতন থাকা উচিত।
এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম