নোয়াখালীতে পদ হারালেন বিএনপির ৩ নেতা
নোয়াখালীর হাতিয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সই করা চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
তারা হলেন, হাতিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে ৯ নভেম্বর আপনাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। পরে ১১ নভেম্বর আপনি নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হইল।
নোয়াখালী জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ওমর ফারুক টপি চিঠির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের স্বপদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু নেতা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে থাকা নিয়ে অনেকে দলীয় কোন্দলের শিকারও হচ্ছেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস