আধিপত্য বিস্তার নিয়ে ভৈরবে আবারও দুই পক্ষের সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপি গ্রামে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন। এরমধ্যে গুরুতর অবস্থায় মোহাম্মদ উল্লাহকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সরকার বংশ ও কর্তা বংশের মধ্য গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এসময় দা, বল্লম, লাঠি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সংঘর্ষ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এর আগে ১ নভেম্বর একই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সরকার বাড়ির কাইয়ূম মিয়া (৪৫) নিহত ও অর্ধশত আহত হন। তার আগে ১৪ সেপ্টেম্বর সংঘর্ষে সরকার বাড়ির ইকবাল মিয়া (২৯) নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।
মৌটুপি গ্রামে সরকার বংশের নেতৃত্ব দেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সাফায়েত উল্লা। আর কর্তা বংশের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. তোফাজ্জল হক। এই গ্রামে ৫৪ বছর যাবত আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে ১৭ জন খুন হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ।
রাজীবুল হাসান/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ২ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৩ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৪ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা
- ৫ যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত