সিলেটে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু
সিলেটে রেললাইনে কাজ করার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের শিববাড়ি পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা।
নিহত মিজান সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হকের ছেলে।
তিনি রেলের হেমারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সিলেট রেলওয়ে স্টেশনে তিনি লোহা সম্পর্কিত সব কাজ করতেন।
সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজান রেললাইনে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
আহমেদ জামিল/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন